বরিশাল মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কল্যান সভা বৃহস্পতিবার বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মাহাম্মদ নজরুল হোসেন’র সভাপতিত্বে এ সভায় বিগত জুলাই মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করা হয় । সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় ভারপ্রপ্ত পুলিশ কমিশনার দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় সহ মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ বিএমপির ঊধ্বতন কমকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিএমপি'র কল্যান সভাও অনুষ্ঠিত হয়। ভারপ্রপ্ত কমিশনার মোঃ নজুর হোসেন সভায় বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন। তিনি চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সমবিএমপি কমিশনার পুলিশের কাছে আগত সকল সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের চলমান পরিস্থিতি ও ক্রান্তি কালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দিয়ে জনসেবা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। তিনি বলেন, এমন কোন ফাঁদে পা দেয়া যাবে না কিংবা এমন কিছু করা যাবে না, যার জন্য বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুরো বাহিনী বিব্রত হয়। অতীতের ন্যায় সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখারও আহবান জানান তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪