বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবি’র ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪শ’ ৭৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত শুক্রবার একই কেন্দ্রে ঢাবি’র ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৭শ’ ২০ জন পরীক্ষার্থী।
আগামী ১ মার্চ একই কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ২শ’ ৩৭ জন পরীক্ষার্থী। সকাল ১১ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১২টায়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪