শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি বাতিল করার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ পাঠানো ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ১৭ আগস্ট থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন।
এরমধ্যে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি বাতিল করা; তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সরবরাহ করা; পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জনবল সংকট নিরসনে চার জন কর্মকর্তাকে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা; উন্নতমানের সনদ ছাপানো; ১৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এই দাবিগুলোসহ অন্যান্য দাবি শিগগিরই পূরণের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪