বৃহত্তর বরিশালের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল "বরিশাল পোস্ট" এর আইন উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন মোস্তাফিজুর রহমান শাওন।
০৭ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ।
তিনি জানান, মোস্তাফিজুর রহমান শাওন বরিশাল পোস্ট এর আইন উপদেষ্টা হিসেবে যোগ দেয়ায় আমরা আনন্দিত। তার এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরিশাল পোস্ট আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।
মোস্তাফিজুর রহমান শাওন ইউনিভার্সিটি অব লন্ডন (ইউকে) থেকে ডিপ্লোমা ইন ল' সম্পন্ন করেছে। পরে তিনি বিপিপি ইউনিভার্সিটি (ইউকে) থেকে ব্যাচেলর অব ল সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি হোনারেবল সোসাইটি অফ লিংকনস এর মেম্বার হিসেবে রয়েছেন।
মোস্তাফিজুর রহমান শাওন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক প্রয়াত মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার ছোট ছেলে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪