বার্তা ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে নগরীর শীতলাখোলা এলাকায় মহানগরীর ৩০টি ওয়ার্ডের নির্বাচনী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন জাহিদ ফারুক।
সভায় বক্তব্যকালে জাহিদ ফারুক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমিতো এই শহরের এমপি ছিলাম, আপনারাতো আমার কাছে আসেন নাই ভাই, আপনারা কার ভয়ে, কোন জুজুর ভয়ে আমার কাছে আসেন নাই। সুতরাং আমরা বরিশাল থেকে এই জুজুর ভয়টাকে বিতারিত করতে চাই। বরিশালে একটা শান্ত পরিবেশে মানুষ বেড়ে উঠবে, এখানে কোনো জুজুর ভয় দেখনো, রাত বিরাতে লোকজনকে ডেকে এনে হয়রানি করা আর চলবে না। আপনারা কি সেটা চান নাকি চাননা। যদি চান, তাহলে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪