বরিশাল জেলা পুলিশের ৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। রবিবার রাতে তাদের পরিবর্তন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজওয়ান আহমেদ জানিয়েছেন।
তিনি জানান, রুটিন হিসেবে জেলার ৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। ছয়টি থানা হলো-বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, বাবুগঞ্জ, গৌরনদী ও উজিরপুর। এ ছয় থানায় নতুনদের পদায়ন করা হয়েছে। ওই সকল থানার ওসিদের পুলিশ লাইন্সে নেয়া হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪