বরিশাল জেলা নরসুন্দর কল্যান ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টায় বরিশাল নগরীর বাকলার মোড় এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধাঁ গোবিন্দ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় প্রাক্তন ২৭ বিশিষ্ট কমিটি ভেঙে নতুন একটি আহবায়ক কমিটি করা হয়।
এসময় সুজন চন্দ্র শীল’কে প্রধান করে সর্ব সম্মতিক্রমে এই আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত সভাটি পরিচালনা করেন সাবেক কমিটির সভাপতি রতন চন্দ্র শীল এবং সভাপতিত্ব করেন মিন্টু রায়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪