বরিশাল ক্লাবে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনার ১৬ দিন পর মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ক্লাবের সম্পাদক মজুমদার হাসান জাকারিয়া (মান্না)।
মামলায় অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বেআইনি জনতায় অনধিকার প্রবেশ করে এক কোটি ৫০ লাখ টাকা ক্ষতিসাধন ও নগদ ১০ লাখসহ দুই কোটি টাকার মালামাল লুট করার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে দাবি করা হয়েছে, কমিউনিটি হল, গার্ডরুম, কাফেটেরিয়া, শওকত হোসেন হিরণ গেস্ট হাউজ, বার, কনভেনশন হল, টেনিস প্লে গ্রাউন্ড, বিলিয়ার্ড ও জিমে হামলা ভাঙচুর হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বরিশাল ক্লাবে হামলা এবং লুটপাটের ঘটনায় এক হাজার জন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪