অমাবস্যা ও উজানের ঢলে বরিশাল বিভাগের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। এরইমধ্যে খরস্রোতা নদীগুলোর পাঁচটি পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়েছে।
রোববার (৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঝালকাঠি জেলা সদর ও বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিকেল ৩টায় বিষখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
এ ছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলা পয়েন্টে ৬০ সেন্টিমিটার এবং দৌলতখান উপজেলা পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে সুরমা-মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে।
অপরদিকে পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া পিরোজপুরের উমেদপুর এলাকায় কচা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীতে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে।
পাশাপাশি ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া, পটুয়াখালীর মির্জাগঞ্জ, বরগুনার আমতলী পয়েন্টে পায়রা নদীর পানি বেড়েছে।
তাজুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলে বর্ষাকালে পানি বৃদ্ধির চিত্র স্বাভাবিক। অমাবস্যার প্রভাবে টানা বৃষ্টিপাতে নদীর পানি আরও বাড়িয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আভাস নেই। নদীর পানি বেড়ে যাওয়ার কারণে যেসব এলাকায় পানি ঢুকেছে, ঢল নেমে গেলে সেসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪