বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়াগনস্টিক সেন্টার খুলে ব্যবসা করছে এমন কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান হয়েছে। এ সময় আশা ডায়াগনস্টিক সেন্টার ও এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৌকির আহমেদ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪