বার্তা ডেস্ক ॥ বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় সকালবেলা তালা কেটে একটি দোকানের মধ্যে প্রবেশ করে চোর। বিষয়টি টের পেয়ে বাইরে থেকে শাটার আটকে দেয় স্থানীয় নৈশ প্রহরী। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই দোকানের ভেতর থেকে অভিযুক্ত দুই চোরকে আটক করে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া রোডের একটি দোকানে ঘটনা ঘটে।
বগুড়া রোড এলাকার নৈশ প্রহরী মো. হানিফ জানান, সকাল সাড়ে ৭টার দিকে অদূরে তালা ভাঙ্গার শব্দ পান তিনি। শব্দের উৎস্য খুঁজতে গিয়ে দেখেন ফোন ফর ইউ নামে একটি মোবাাইলের দোকানের শাটারের তালা ভাঙ্গা এবং ভেতরে লোক প্রবেশ করেছে। বিষয়টি বুঝতে পেরে বাইরে থেকে দোকানের শাটার আটকে আশপাশের লোকজন জড়ো করেন তিনি। খবর দেন দোকান মালিক জিয়াউর রহমানকে। এ সময় টহল পুলিশ দোকানে ঢুকে ফারুক ও রাজু নামে দুই অভিযুক্ত চোরকে আটক করে।
ফোন ফর ইউ প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমান বলেন, নৈশ প্রহরীর দায়িত্বশীলতায় তার দোকান চুরির হাত থেকে রক্ষা পেয়েছে। এ জন্য শুকরিয়া আদায় করেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শনকারী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানান, আটক দুই চোরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪