বার্তা ডেস্ক ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় জেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত দুইদিন থেকে বিজিবির সদস্যরা মেট্রোপলিটন এলাকা ও জেলার বিভিন্নস্থানে দায়িত্ব পালন শুরু করেছেন। রোববার সকালে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সোহেল মারুফ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালনের জন্য শনিবার থেকে বরিশাল সিটি ও জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বিজিবির বাহিরে আনসারের একটি টিম ও জেলা প্রশাসনের ১৯ জন ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেছেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪