পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনকালে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে জেলার গৌরনদী উপজেলার ইল্লা এলাকার মা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ শাহ আলম ওরফে আলমগীর নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেদওয়ান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সুদেব বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪