কর্মস্থল বা দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ ১১ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নৌযান শ্রমিকরা। সোমবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে নদীবন্দর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের নদীবন্দরে গিয়ে শেষ হয়।
এসময় বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালে সভাপতি মাস্টার আবুল হাসেম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সরকার থেকে মজুরি কাঠামো ঘোষণা দেওয়া হলেও মালিকরা সেটি মানছেন না। তাছাড়া বাজার দরের ঊর্ধ্বগতির সময়ে যে মজুরি দেওয়া হয় সেটি দিয়ে দিন চলে না। কর্মস্থলে দুর্ঘটনা ঘটলে মালিক বা সরকারি কোনো সহায়তা পাওয়া যায় না।
শ্রমিকরা জানান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করাসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করবে শ্রমিকরা। তবে সরকার যদি বিষয়টি সমাধানের উদ্যোগ নেন তবে তারা কর্মবিরতি থেকে সরে আসবেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪