বরিশালে গত এক মাসে (মার্চ) হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ।
পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বলেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিটের চৌকস সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করেছেন। উদ্ধার করা মোবাইলগুলো জেলা পুলিশের ১০টি থানা এলাকা থেকে হারিয়ে গিয়েছিল।
এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর একটি ফটোকপি জমা দিয়েছিলেন। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ আরও বলেন, এর আগেও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরাধীরা বেশির ভাগ ক্ষেত্রে পুরোনো ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। তাই পুরোনো মোবাইল, ল্যাপটপ, ট্যাব কেনার আগে সঠিকভাবে প্রকৃত মালিক সম্পর্কে অবগত হওয়ার আহ্বান জানান তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪