প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৪, ৪:৩৬ এ.এম
বরিশালে হবে না জন্মাষ্টমীর র্যালি, টাকা যাবে বন্যার্তদের সহায়তায়

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা বিবেচনা করে এবছর বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি বের না করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ। তবে দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আর র্যালি আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
শনিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা।
তিনি বলেন, আগামি সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি বের হবার কথা ছিলো। তবে এ বছর আমরা কোনো র্যালি বের করবো না। তবে মন্দিরে সকল আয়োজন করা হবে। পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা করা হবে।
তিনি আরও বলেন, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। তাই র্যালির আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। সেই সাথে বন্যার্তদের সাহায্যে মন্দির থেকেও অর্থ উত্তোলন করা হচ্ছে। এসব টাকা সব বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪