বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানার দ্বায়িত্বরত স্ব-স্ব পুলিশ কর্মকর্তা-কর্মচারি সেনাবাহিনীর তত্বাবধায়নে স্বল্প পরিসরে সর্ব সাধারণের সেবা প্রদান করা শুরু করেছে। তবে একইসঙ্গে বিভিন্ন স্থানে কাজ করছে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্র ও জনতা।
বরিশাল মেট্রোপলিটন সদর কোতয়ালী মডেল থানার অফিসার-ইন-চার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিগত পাঁচদিন ধরে অরক্ষিত মেট্রোপলিটন পুলিশের প্রায় চার থানার কার্যক্রম কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছিল। তাই সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় থানা পুলিশ স্বল্প পরিসরে কাজ শুরু করেছে। চারটি থানা নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকারের বিভিন্ন দিক নির্দেশনায় সেনাবাহিনী, র্যাব-৮ পুলিশকে সঙ্গে নিয়ে নগরীর রাস্তায় রাস্তায় স্বল্প পরিসরে টহল দিচ্ছে। যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থী, আনসার ও ফায়ার সার্ভিস’র সদস্যরা যৌথভাবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪