বরিশালে পারিবারিক সাশ্রয়ী বাজার ও ওয়ার্ডভিত্তিক ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে নাগরী ১৬ নম্বর ওয়ার্ডের ব্র্যান্ড কম্পাউন্ড এলাকায় পারিবারিক সাশ্রয়ী বাজার এবং ওয়ার্ডভিত্তিক ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) জাহিদ ফারুক বলেছেন, অসাধু ব্যবসায়ীরা যতদিনে দ্রব্যমূল্যের দাম না কমাবে, ততদিন বরিশালে সাশ্রয়ী পারিবারিক বাজার চলবে। তিনি বলেন, কম মূল্যে সাধারণ মানুষ গরুর মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনলে, এটার প্রভাব বাজারে পড়বে। তাহলে যারা অসাধু ব্যবসায়ী আছে, তারা বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাতে।
এসময় উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিন সিকদার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪