প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৪, ৩:৫৬ পি.এম
বরিশালে সাজপ্রাপ্ত ১ ডজন আসামী গ্রেফতার

এক ডজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ।দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসীমারা পলাতক ছিলো। তাদের আইনের আওতায় আনতে বেশ কিছুদিন ধরে গোপনে অভিযান চালিয়েছিলো কোতোয়ালি মডেল থানা পুলিশের একদল চৌকস সদস্যরা!
১০ মে শুক্রবার,বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটিএম আরিচুল হকের নেতৃত্বে, অভিযান চালিয়ে বরিশাল নগরীর পৃথক পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্ত ১২ জন আসমী কে গ্রেফতার করেছে তারা।
এদের সকলের বিরুদ্ধেই ছিলে আদলতের গ্রেফতারি পরোয়ানা সেই মোতাবেকে তাদের কে গ্রেফতার করা হয় বলে জানান, পুলিশ।
গ্রেফতারকৃত সকলকে আগামীকাল আদলতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪