বরিশালে পুলিশের অনুপস্থিতিতে সড়ক মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে ফর এভার লিভিং সোসাইটি। বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে ঘুরে ঘুরে এ খাবার ও পানি বিতরণ করে তারা।
প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের হাতে গড়া সমাজসেবামূলক সংগঠন ফর এভার লিভিং সোসাইটির কর্মীরা দুপুর ১২টায় নগরের চৌমাথা এলাকা থেকে এই খাবার বিতরণ শুরু করে। পরে নগরের প্রায় সবগুলো ট্রাফিক পয়েন্টে থাকা শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয় ওই খাবার। সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা শিক্ষার্থীরাও এ সময় সোসাইটির কর্মীদের ধন্যবাদ জানান।
সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল হোসেন তাপস বলেন, আগুন হয়ে ফুঁসে ওঠা শিক্ষার্থীরা অচলায়তন ভেঙে আমাদের নতুন বাংলাদেশ এনে দিয়েছে। তারা এখন পথে নেমেছে রাষ্ট্রের সংস্কারে। সমাজের সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে মিশে আমাদের এটা স্রেফ একটা ক্ষুদ্র প্রচেষ্টা। শিক্ষার্থীরা দেশের সংস্কার করুক এটাই আমাদের চাওয়া।
প্রসঙ্গত, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা এবং বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪