কোটা বিরোধী সংস্কার আন্দোলনের নামে কাউকে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়কে কলুষিত করতে না দেয়ার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও জনতার একটি শান্তি ও সম্প্রীতি সমাবেশ আজ বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা, মহানগর ও সদর উপজেলা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ বরিশাল বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিচ, আমান সেরনিয়াবাত, শাজাহান খান, মহানগর বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহবায়ক শেখ সাঈদ আহম্মেদ মান্না ও সদস্য সচিব এহসান রাব্বিসহ জেলা সদর উপজেলা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪