বার্তা ডেস্ক: বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবসের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পনসহ প্যারেড, ডিসপ্লে ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদ্বয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, ডিআইজি হাসান মাহামুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও সিটি কর্পেরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
সকাল ৮ টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে প্যারেড ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। এসময় বিভাগীয় ও পুলিশ প্রশাসন সালাম গ্রহন করেন। এরপর বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪