বার্তা ডেস্ক ॥ জেলা প্রশাসনের আয়োজনে বরিশালে মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে “সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” এই স্লোগান নিয়ে রোববার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪