বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। রবিবার দুপুর ২টায় বাঘিয়া মাদরাসার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুবকর সিদ্দীকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাদরাসার প্রধান মোহাদ্দেস আবু ছালেহ মহিবুল্লাহ ও মোহাদ্দেস মো. খলিলুর রহমানসহ বাঘিয়া আল আমিন কামিল মাদসারার অন্যান্য শিক্ষকরা।
সভায় মাদরাসার শিক্ষার মনোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়ন করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাওয়ার আহবান জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪