বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর মেজ ছেলে মঈন আব্দুল্লাহকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এ আদেশ দেন। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে বরিশালের আদালতে তোলা হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, গত ২৩ অক্টোবর বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা এবং নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা দায়ের করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এই দুটি মামলায় রোববার মঈন আব্দুল্লাহকে রিমান্ডে নেয়া হয়।
মঈন আব্দুল্লাহকে গত ২৬ অক্টোবর গুলশান-২ থেকে ঢাকার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে পল্টন থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ব্যবসায়ীদের সংগঠন এবিসিআইয়ের পরিচালক। বাবা হাসানাত আব্দুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ রয়েছে। হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফুফাতো ভাই।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪