বরিশালের মুলাদীতে ব্যাটারিচালিত অটো ভ্যান উল্টে আব্দুল জলিল হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের মুলাদী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল কাজীরচরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তিনি অটো ভ্যানে বাড়ি থেকে খাসেরহাট বন্দরে খেসারির ডাল বিক্রি করতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, আজ সকালে জলিল হাওলাদার অটো ভ্যানে করে বাজারে রওনা দেন। দ্রুতগতির ভ্যানটি ডিক্রীরচর গ্রামের ওয়াহেদ চেয়ারম্যানবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জলিল হাওলাদার ও চালক মাহবুব চাপরাশি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিলে চিকিৎসক জলিল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাহবুবকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪