টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ এই প্রতিপাদ্য
বিষয় নিয়ে আজ ২০ মে সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও বিএসটিআই বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল খন্দকার মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক) বরিশাল রুনা লায়লা, সহকারী পরিচালক বিভাগীয় স্বাস্থ্য বরিশাল ডাঃ মোহাম্মদ মাহামুদ হাসান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক ও অফিস প্রধান বিএসটিআই বরিশাল মোঃ জাকির হোসেন মিয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন কলকারখানা ব্যাবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৪ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪