‘ডিমে পুষ্টি ডিমে শক্তি ডিমে আছে রোগ মুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নগরীর নবগ্রাম রোডস্থ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন- বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- বরিশাল জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন। বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে ডিমের কার্যকারিতা সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (এফডিআইএল) ডা. মো. নুরুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীসহ পোল্ট্রি খামারি, বেসরকারি সংস্থায় কর্মরত ভেটেরিনারি চিকিৎসক ও পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪