সারাবিশ্বের মত বাংলাদেশেও আজ ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২ এপ্রিল) বরিশাল সমাজসেবা অধিদপ্তর র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) গৌতম বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাক্তার মারিয়া হাসান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আখতারুজ্জামান মামুন, দুপ্রপকন বরিশাল সভাপতি শাহ সাজেদা, বরিশাল জেলা এডাব সভাপতি কাজী জাহাঙ্গীর কবির।
সভাপতিত্ব করেন মো: শহীদুল ইসলাম পরিচালক (উপসচিব) সমাজসেবা অধিদপ্তর বরিশাল।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪