বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন মারা গেছেন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঢালমাড়া গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সনিয়া (৩০) কন্যা রেজবি আক্তার (০৯) ছেলে সালমান মোল্লা (০৫) দুই সন্তানসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, রিয়াজ মোল্লার ঘরের পাশে বিদ্যুৎতের খুটি থেকে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে থাকলে প্রথমে তার ছোট ছেলে সালমান ছিঁড়ে পড়ে থাকা তারে আটকে যায়। তখন সালমানের মা সনিয়া ছেলেকে বাঁচাতে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুৎ লাইনের আটকে যায়। তখন রেজবি আক্তার কন্যা তার মা সনিয়াকে বাঁচাতে জড়িয়ে ধরলে ঘটনাস্থলে মা ও দুই সন্তান তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়।
স্থানীয়রা বাকেরগঞ্জ বিদ্যুৎ অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমি চলে এসেছি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।
বরিশাল বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে পড়ে রয়েছে। সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছে। ঘটনার জন্য কেউ দায়ী কিনা তদন্ত করে দেখা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪