বরিশালে বিএনপি নেতা পরিচয়ে ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস আটকিয়ে বিপুল পরিমাণ মাছ ধরার জাল লুটের অভিযোগ উঠেছে তিন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর হাতেম আলী চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
যাত্রী তারেক বলেন, মোটরসাইকেলযোগে তারা এসে বাসে উঠে তল্লাশি চালায়। তখন একজন যাত্রীর ঢাকা থেকে কিনে আনা মাছ ধরার কয়েক লাখ টাকার জাল লুট করে নিয়ে যায়।
বাসে থাকা খোরশেদ আলম নামে একযাত্রীর করা ভিডিওতে এক যুবককে বলতে দেখা যায়, মেহেদি অটোরিকশায় মালামালগুলো উঠিয়ে আমাদের অফিসে নিয়ে যাও। তারপর বাস থেকে জালগুলো নিয়ে যাওয়া হয়। লুটের সময় তারা দুটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে এসেছিল বলে জানা গেছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪