তালতলী-পাতারহাট নৌ রুটের স্পিডবোট চালক মো. সুজন বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে তালতলী থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় মোকলেছ মেম্বার লোকজন নিয়ে বাধা দেয়।
বরিশাল সদর উপজেলার তালতলী থেকে মেহেন্দীহঞ্জের পাতারহাট রুটে বিএনপি নেতার নেতৃত্বে স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরোক্ষভাবে চাঁদা দাবি করলেও প্রত্যক্ষভাবে তাদের অভিযোগ, স্পিডবোট চলাচল করার কারণে নদীভাঙন তীব্র হচ্ছে। এ কারণে বরিশাল-পাতারহাট রুটিন স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য মোখলেছুর রহমানের নেতৃত্বে স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তালতলী-পাতারহাট নৌ রুটের স্পিডবোট চালক মো. সুজন বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে তালতলী থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় মোকলেছ মেম্বার লোকজন নিয়ে বাধা দেয়।
শায়েস্তাবাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোকলেছুর রহমান বলেন, ‘এলাকাবাসীর দাবি, দ্রুত স্পিডবোট চলাচল করায় পাড় ভেঙে যায়। এ জন্য এলাকাবাসী বোট চলাচল বন্ধ করেছে।’
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, স্থানীয়দের দাবি খালটি দিয়ে স্পিডবোট চলাচল করে সেখানে ভাঙন ধরেছে। তবে দীর্ঘদিন এখান থেকে স্পিডবোট চললেও বাধা দেওয়া হয়নি। তাদের এ ধরনের দাবি থাকলে জেলা প্রশাসনকে জানাতে হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪