বরিশালে এক বাসার ছাদ থেকে তিনটি কালনাগিনী উদ্ধার করেছে বন কর্মকর্তারা। শনিবার (৩০ মার্চ) সকালে বনবিভাগের সংরক্ষিত বনে সাপ তিনটি অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান। তিনি বলেন, নগরীর চৌমাথা এলাকার সুলতান মাহমুদ রিয়াদের ভিলার ছাদে বৃহস্পতিবার রাতে সাপের বাসা দেখতে পান বাসিন্দারা। বিষয়টি আমাদের জানালে আমরা একটি স্বেচ্ছাসেবী গ্রুপের সদস্যদের নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে ছাদে সাপের বাসা থেকে তিনটি কালনাগিনী প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার করি।
সাপগুলোকে বরিশাল-ভোলা সড়কের পাশে বনবিভাগের সংরক্ষিত বানায়নে অবমুক্ত করা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ওই দিন বরিশাল সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির একটি চিলও উদ্ধার করা হয়েছে। চিলটি অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪