বার্তা ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে গৌরনদী পৌরসভার শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেম ফরাজীর ছেলে শেখ ইয়াদ উদ্দিন কামাল (৪০)। অপরজনের নাম জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গৌরনদীর শারমিন ক্লিনিকের সামনে এলে বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪