বরিশালের বানারীপাড়ায় বালুর জাহাজ থেকে রাকিব বেপারী (২১) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাকিব উপজেলার বিশারকান্দি ইউনিয়নের বাসিন্দা মো. ইসরাফিল বেপারীর ছেলে।
জানা গেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের আল-আমিন তালুকদারের ‘এমভি তালুকদার’ জাহাজে শ্রমিকের কাজ করতেন রাকিব। মঙ্গলবার কলাভিটা খালে নোঙ্গর করা জাহাজের ইঞ্জিন রুমে রাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখেন জাহাজের সুকানি মো. রাসেল আকন। তখন বিষয়টি বানারীপাড়া থানা-পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪