বরিশালের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে কবির মাঝি (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) ভোরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। কবির মাঝি মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া আশা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মাঝির ছেলে।
কবির মাঝির প্রতিবেশী সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম সরদার জানান, ইলিশ মাছ শিকারে রাতে মেঘনা নদীতে জাল ফেলেন কবির মাঝিসহ জেলেরা। সকাল ৬টার দিকে নদী থেকে জাল উঠানোর সময় বজ্রপাতে নৌকার অন্যান্য মাঝিরা রক্ষা পেলেও সুকান ধরা কবির মাঝি উপুর হয়ে পড়ে ছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪