গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিক ইমরান মোল্লার বাড়িতে অনশনে বসেছে এক অন্তঃসত্ত্বা তরুণী। শনিবার রাতে ওই তরুণীকে মারধর করে ইমরানের স্বজনরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত প্রেমিক উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামের খলিল মোল্লার ছেলে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪