বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রো পুলিশ কমিশনার জিহাদুল কবির।
জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএমপি ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের অন্যান্য ইউনিট প্রধান এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের শোকাহত স্বজনরা উপস্থিত ছিলেন।
সভায় বীর পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপি’র পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। সভার শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে, সকাল পৌনে ১০টায় জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ অন্যান্য ইউনিট প্রধানরা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪