প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ৭:২৪ পি.এম
বরিশালে পান ব্যবসায়ীর মূলধন ছিনতাই

অভিযোগে উল্লেখ করা হয়, রাতে নাইম নতুন বাজারে তার পানের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। পথে মাদক বিক্রেতা শাওনসহ আরেক ব্যক্তি নাইমকে ভয়ভীতি দেখিয়ে তার পকেটে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এরপর ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলে জানান অভিযুক্তরা। এসময় আরও কিছু টাকা এনে দেওয়ার কথা বলে পালিয়ে আসে নাইম।
ভূক্তভোগী ব্যবসায়ী নাইম বলেন, আমি পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। তাই ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও দোষীদের বিচার দাবি করেন তিনি।
সকল খবরের ভিডিও পেতে আমাদের ফেইজবুক পেইজ ভিজিট করুন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪