এইচএসসির পরীক্ষা কেন্দ্রে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছে এক পরীক্ষার্থী।
বমি করে অসুস্থ হয়ে পড়া ওই পরীক্ষার্থী পয়জনিং জাতীয় কিছু খেয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সোমা।
বরিশাল নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে রোববার (৭ জুলাই) সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।
‘আত্মহত্যার’ চেষ্টাকারী শিক্ষার্থী সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, আজ এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। পৌনে ১০টার দিকে হলের সামনের বারান্দায় এক ছাত্রী বমি করে অসুস্থ হয়ে পড়ে।
তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়।
কেন, কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্তব্যরত ডা. সোমা বলেন, পয়জনিং জাতীয় কিছু খাওয়ায় ওই ছাত্রী বমি করছিল। বমির সাথে সাদা পাউডার জাতীয় পদার্থ বের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, সে পয়জনিং জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তার অবস্থা গুরুতর। সে কথা বলতে পারছেন না। তাই তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি সম্পর্কে কোনো তথ্য পাননি। তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪