বার্তা ডেস্ক ॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে প্রধান উপদেষ্টা করে বরিশাল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে। এছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা ইতোমধ্যে নৌকার প্রচার-প্রচরনায় মাঠে নেমেছেন। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, প্রতীক পেয়েই বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় নৌকার পোস্টার সাটানো হয়েছে। মঙ্গলবার বিকেলে নৌকার প্রার্থী নিজেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নেমেছেন। ৩০টি ওয়ার্ডে একযোগে মিছিল ॥ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন জানিয়েছেন, সোমবার প্রতীক বরাদ্দের পর ওইদিন সন্ধ্যায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা একযোগে নৌকার পক্ষে মিছিল করেছেন। একইসাথে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রতিটি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে গণসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন। কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান বলেন, প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য গঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কমিটির নেতৃবৃন্দরা কাজ শুরু করেছেন। পাশাপাশি সবাইকে নির্বাচনী আচারনবিধি মেনে চলার জন্যও বলা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪