কোটাবিরোধী আন্দোলনে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত মুহাম্মদ ফয়সাল আহমেদ শান্তর মরদেহ বরিশাল এসে পৌঁছেছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামে তার মরদেহ নিয়ে আসা হয়। এ সময় লাশবাহী গাড়ির সঙ্গে শান্তর বাবা-মা ও শিক্ষক ছিলেন। গ্রামের বাড়িতে শান্তর মরদেহ পৌঁছনোর পর মাতম দেখা যায়।
কান্নায় পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত শান্ত চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে সেখানকার এমইসি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। শান্ত রহমতপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তার বাবা জাহাজে চাকরি করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪