প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৮:২০ পি.এম
বরিশালে নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত হওয়া সেই সোনালী ব্যাংকের কর্মকর্তা এখন সাগরদী শাখার ম্যানেজার!

যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার হওয়া সাবেক বরিশাল চক বাজার শাখার সোনালী ব্যাংক ম্যানেজার সেই প্রিন্স পারভেজ এখন নগরীর সাগরদী ব্রাঞ্চে কর্মরত রয়েছে।
জানা যায়, ২০২০ সালে বরিশাল চক বাজার শাখায় ম্যানেজার থাকাকালীন নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় প্রিন্স পারভেজকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এরপর বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ার পরপরই বরিশাল জিএম অফিসে কর্তব্যরত গোপাল চন্দ্র গোলদারকে ম্যানেজ করে প্রথমে জেলার আগৈলঝাড়া শাখায় ছয় মাস ম্যানেজার হিসেবে থাকার পর নগরীর সাগরদী ব্রাঞ্চে ম্যানেজার হিসেবে যোগদান করেন তিনি।
যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার হলেও অভ্যাস পরিবর্তন হয়নি তার। কাজের অজুহাতে নারী সহকর্মীদের শরীরে স্পর্শ করা তার পুরোনো অভ্যাস। নাম প্রকাশ না করার শর্তে সাগরদী শাখায় কর্তব্যরত এক নারী বলেন, ম্যানেজার প্রিন্স পারভেজ লম্পট চরিত্রের লোক।
শুধু এখানেই নয়, এরআগে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সোনালী ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় কয়েকজন নারীদের সাথে এহেন কর্মকান্ডের কারনে ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে। নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়ও।
সেখান থেকেও নানাভাবে অপদস্ত হয়েও ক্ষ্যন্ত হয়নি প্রিন্স পারভেজ। ২০২০ সালের ডিসেম্বর মাসে বরিশাল চকবাজার শাখায় ম্যানেজার থাকাকালীন প্রিন্স পারভেজের লোলুপ দৃষ্টির কারনে নারীদের কাজ করা অনেকটা মুশকিল হয়ে পড়ে। তৎকালীন সোনালী ব্যাংক চকবাজার শাখার সিনিয়র অফিসার ছদ্মনাম (রিয়া)কে অনেকদিন যাবত কুপ্রস্তাব ও বিভিন্ন সময়ে তার শরীরে হাত দেয়ার চেষ্টা চালায় ম্যানেজার প্রিন্স পারভেজ।
ওই সময়ে সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখায় ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী নারী রিয়া। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়- দীর্ঘদিন যাবত ম্যানেজার প্রিন্স পারভেজ কাজের অজুহাতে রিয়ার শরীরে স্পর্শ করে ও অনৈতিক কর্মকান্ডের জন্য সরাসরি ও মোবাইলে বলে।
তখন অভিযোগের বিষয়টি স্বীকার করে সোনালী ব্যাংক বরিশাল প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার বাসুদেব দাশ জানান, প্রিন্স পারভেজের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে আমরা তিন সদস্যর একটি তদন্ত কমিটি করেছিলাম। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এক বছরের জন বহিষ্কার হয় প্রিন্স পারভেজ।
বর্তমান সাগরদী শাখায় কর্মরত সোনালী ব্যাংক ম্যানেজার প্রিন্স পারভেজের কাছে অনৈতিক কর্মকান্ডের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে কথা না বলার অজুহাতে ফোনটি কেটে দেন তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪