বরিশাল জেলা নরসুন্দর কল্যান ইউনিয়নের আয়োজনের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) দিনব্যাপী বরিশাল নগরীর হাটখোলা শ্রী শ্রী হরিঠাকুর মন্দিরে এই আয়োজনে ছিলো, সকাল ১০টা ৩১ মিনিটে শ্রী শ্রী নারায়ণ পূজা, ১১টা ১মিনিটে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা, ১১টা ৩১মিনিটে আরতী, দুপুর ১২টা ১মিনিটে অঞ্জলী ও শান্তি জল প্রদান, দুপুর ১টা ১মিনিটে প্রসাদ বিতরন করা হয়।
এসময় বরিশাল জেলা নরসুন্দর কল্যান ইউনিয়নের সদস্যদের পাশাপাশি বরিশাল মহানগর পূজা উৎযাপন পরিষদের নেতা বিশ্বজিৎ ঘোষ বিসু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পূজা উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সকল সেলুন বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন আহবায়ক সুজন চন্দ্র শীল। প্রতিসপ্তাহের রবিবার পূনরায় সেলুন বন্ধ থাকবে বলেও ঘোষনা দেন তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪