নগরীর নথুল্লাবাদ এলাকার বিআরটিসি বাস ডিপোর পাশ্ববর্তী একটি পুকুর থেকে বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামে ইতি ব্যাপারি (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত গৃহবধূ ও তিন সন্তানের জননী ইতি ব্যাপারি ওই গ্রামের অতুল ব্যাপারীর স্ত্রী। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম বলেন, দাম্পত্য কলহের জেরধরে গত ১৬ জুন দিবাগত রাতে ঘরের আড়ার সাথে রশিতে গলায় ফাঁস দিয়ে ইতি ব্যাপারি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর ১৭ জুন সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন জানান, স্থানীয়রা বিআরটিসি বাস ডিপোর পাশ্ববর্তী একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে মরদেহের শরীরে পচন ধরায় চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছেনা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪