বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে তিন বছরের শিশু’র গায়ে পাষন্ড বাবার গরম চা নিক্ষেপে জ্বলসে গেলো শরীরের এক অংশ। আহত শিশুর মা শারমিন আক্তার জানান, তার স্বামী মোঃ সাগরের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে ঝামেলা ও নারী শিশু নির্যাতন মামলা চলমান রয়েছে।
তার তিন বছরের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামাীর সাথে মিলে সংসার করার জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের দ্বারে দ্বারে ঘুরতে আছেন। চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার,স্থানীয় ভাবে উভয়ের কথা শুনে দু’পক্ষের আপোষ মিমাংসা করে মামলা উঠিয়ে নিতে বলেন। তার একদিন পড়ে পাষন্ড বাবা সাগর মামলা উঠাতে ও স্ত্রী সন্তানকে আশ্রয় দিতে অস্বীকার করেন। বিষয়টি শারমিন আক্তারকে তার নানি শ্বাশুড়ি ডেকে বলেন।
এসময় সাগর উপস্থিত থাকায় তার কাছে জিজ্ঞেস করলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। পাষন্ড বাবা সাগর তার তিন বছরের সন্তানকেও মারধর করে গায়ের গরম চা ঢেলে দেয়। স্থানীয়রা বিষয়টি দেখা ‘পক্ষকে ছাড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তিন বছরের শিশুকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন।
আহত শিশুর মা শারমিন আক্তার বলেন, এঘটনায় বাচ্চা শিশু সুস্থ হলে থানায় মামলা দায়ের করা হবে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনছি, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪