বরিশাল নগররের চৌমাথায় শিক্ষার্থীদের তল্লাশির নামে টিউবওয়েল মিস্ত্রী রাসিফ আকনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই রাজিব আকন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি স্বীকার করেছেন।
ওসি মোস্তাফিজ বলেন, ‘রাসিফের পরিবারের দায়ের করা মামলায় বিনা অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।’
মামলার বাদী রাজিব আকন বলেন, তার ভাই অপরাধী হলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কে দিল? শিক্ষার্থীরা দাবি করেছে তার কাছে চাকু পেয়েছে। যদি সত্যি পায় তাহলে তাকে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিত। আদালত তাকে সাজা দিত। কিন্তু সকালে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বেলা ১১টায় কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হলো মৃত অবস্থায়। ভাইকে মারধরের পর কোনো চিকিৎসাও করানো হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, সিলেটের হবিগঞ্জে বাবার সঙ্গে থেকে কাজ করতেন টিউবওয়েল মিস্ত্রী রাসিফ আকন। গত মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলায় বাড়িতে আসার সময়ে বরিশাল নগরের চৌমাথায় গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে শিক্ষার্থীরা। রাসিফের ব্যাগে চাকু পাওয়া গেছে দাবি করে বেধড়ক মারধরে তাঁর মৃত্যু হয়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪