বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন (৫০) চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মৃত মো. হোসেন আলী খাঁর ছেলে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে।
চরমোনাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাকিল রাঢ়ি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভাতিজা হৃদয় শাবল দিয়ে চাচা কামালকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে হত্যার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪