বরিশালে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সাথী সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর অশ্বিনী কুমার হলে ছাত্রশিবিরের বরিশাল অঞ্চলের আয়োজনে এ সমাবেশ হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রিয়াজুল ইসলাম। তিনি বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জামায়াত ইসলামীর বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। এছাড়াও জেলা-মহানগরের নেতাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে নিজেকে ইমানের সাথে চলতে হবে। প্রস্তুত করতে হবে আল্লাহ নামে। বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের আরও অনেক কাজ করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন বক্তারা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪