ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের ব্যানারে আজ রবিবার বেলা ১২টায় নগরীর আগরপুর রোড থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম। বক্তারা ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪